বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাগাতিপাড়ায় বাউয়েট কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় বাউয়েট কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা 

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ বাউয়েট কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার আইকিউএসি দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। 

বাউয়েটের উপাচার্য ও কিউএসির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামানের সভাপতিত্বে সভায় কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির দ্বিতীয় সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়।

এছাড়া সভায় আলোচিত বিয়ষ ও গৃহিত উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে- সিই, সিএসই, ট্রিপল ই এবং আইসিই এর বেইট রিপোর্ট পর্যালোচনা, বেইট এবং ব্যাক এক্রিডিটেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির মাস্টার প্ল্যান গ্রহণ, আউট কাম বেইজড এডুকেইশন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, অভিন্ন মূল্যায়ণ পদ্ধতি ও মান বন্টন, অ্যালামনাই ডেটাবেজ তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ক্যারিয়ার এন্ড প্লেইসমেন্ট সেন্টারসহ অন্য ক্লাবের কার্যক্রম পর্যালোচনা ও বেগবান করার জন্য বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্ত, কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির মাধ্যমে ক্লাস মূল্যায়ন ইত্যাদি।

স্বাগত বক্তব্যে উপাচার্য ও কিউএসি-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান বলেন, আইকিউএসি-র এডভাইজরি ফোরাম হিসেবে কিউএসি বিশ্ববিদ্যালয়ের সার্বিক গুণগত মান পর্যবেক্ষণ ও মূল্যায়ণের পাশাপাশি প্রয়োজনীয় কর্মপন্থা গ্রহণ ও বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকে। ইউজিসি, বেইট ও ব্যাকের নির্দেশিত প্যারামিটার অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

সভায় কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সদস্য সচিব, আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমান সভাটি সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন, সিএসই বিভাগের প্রফেসর ও আইকিউএসির পরিচালক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।

টিএইচ